আপনারা যারা নেতাজি সুভাষচন্দ্র ওপেন ইউনিভার্সিটি(NSOU) PG, BLIS, MLIS, MSW এই সমস্ত কোর্সে নতুন অ্যাডমিশন নিয়েছেন 2023-2024 শিক্ষাবর্ষের আপনাদের জিজ্ঞাসা ছিল যে আপনাদের পরীক্ষার সিস্টেম সম্পর্কিত বিষয় নিয়ে । সেই বিষয় নিয়ে আপনাদের কিছু ডিটেল আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য বিশেষ চেষ্টা করব ।
Nsou Pg Exam Form Fill Up
প্রথমে আপনাদের বলে রাখি যে আপনারা যারা নতুন এডমিশন নিয়ে ছেন (Nsou Pg Admission)। আপনার পরীক্ষা সিস্টেম বিষয়ে সম্পর্কে অনেকেই অজানা রয়েছেন ।
এছাড়া অনেক সেন্টার রয়েছে যারা আপনাদেরকে ভুল ইনফরমেশন দিচ্ছে । অনেক সেন্টার রয়েছে যারা বলছে যে সেমিস্টার ভিত্তিক পরীক্ষা হবে। কিন্তু আমারা যে আপডেট টা দিচ্ছি সেটা অথান্টিক এবং জেনিয়ুন আপডেট পরীক্ষার সময় দেখে নিবেন ।
আমরা যে আপডেটা আপনাদেরকে দিচ্ছি প্রত্যেককে ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বেন আশা করি আপনাদের অনেকটা উপকারে আসবে ।
অর্থাৎ আপনারা যারা ফার্স্ট ইয়ারে পিজি কোর্সে এডমিশন নিয়েছেন আপনাদের যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে থাকে ফার্স্ট ইয়ারে । আপনারা যারা ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নিয়েছেন তাদের জন্য অনলাইনে মাধ্যমে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে । এবং আপনার দের কে অফলাইনে মাধ্যমে ফাইনাল পরীক্ষা দিতে হবে ।
অ্যাসাইনমেন্ট:
ফাইনাল পরীক্ষা:
এক্সাম ফরম ফিলাপ:
অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা হওয়ার আগে একটা ফরম ফিলাপ হয় । এটা ফরম ফিলাপটি হলো এক্সাম ফরম ফিলাপ । এই ফরম ফিলাপ না করলে আপনারা অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা দিতে পারবেন না।
Nsou PG এডমিশন নিয়েছেন তাদেরকে দুটো জিনিস লক্ষ্য করে রাখতে হবে অনলাইন এর মাধ্যমে অ্যাসাইনমেন্ট এবং অফ লাইনের মাধ্যমে পরীক্ষা এবং এক্সাম ফরম ফিলাপ হবে
অনেক সেন্টার বলছে যে আপনাদের সেমিস্টারের মাধ্যমে পরীক্ষা হবে এবং আপনাদেরকে ভুল বিভ্রান্তে ফেলা হচ্ছে এই কারণে জন্য আপনাদেরকে আপডেট টা দেওয়া ।
আপডেট পেতে: WhatsApp link